মুহাম্মদ আফজাল হোসেন
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় উপজেলা শহীদ মিনারে শহিদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ সম্পন্ন।
এ-সময় উপস্থিত ছিলেন ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, ইউপি সচিব কংকন তালুকদার,দেশপ্রবাস সংগঠনের সভাপতি নুরুল হক আর্মি, সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবর,জামালগঞ্জ মিডিয়া প্রতিনিধি আব্দুস ছামাদ আফেন্দি, আনোয়ার হোসাইন, খোকন,তোফাজ্জল, সালমান,মোহাম্মদ নবী,লাদেন,আমির হামজা,আবু সুফিয়ান,উজ্জ্বল, তোফায়েল সহ দেশপ্রবাস,সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠনের সদস্যবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার বলেন, ১৬ই ডিসেম্বর বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল বলে আমরা বিশ্বের বুকে লাল সবুজের পতাকা নিয়ে মাথা উঁচু করে দাড়িয়ে আছি।১৬ই ডিসেম্বর এলে পাকিস্তানি হানাদার বাহিনী কথা মনে পড়ে কত মা বোনের ইজ্জত, কত তরুণের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে। শহীদের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত মোদের স্বদেশ। তাই আমি সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। সকল শহীদ স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে এদেশ স্বাধীন করেছেন।
দেশ প্রবাসের সভাপতি নুরুল হক আর্মি বলেন স্বাধীনতা আজ ৫১,বছর।আমরা ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী হাত থেকে এইদিন মুক্তি পাই।স্বাধীন ভাবে বাঁচত নিজস্ব ভূখণ্ড পাই।আমরা আমাদের লাল সবুজের পতাকা কে ভালোবাসি।
"১৬ই ডিসেম্বর এলে
হৃদয়ে রক্তক্ষরণ হয়
পাকিস্তানি হানাদার
রাজাকার আলবদর আলশামসের
কথা মনে পড়ে বারেবার"
শ্রদ্ধা নিবেদন শেষ করে সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবর বলেন,১৯৭১সালে ২৫শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। দীর্ঘ নয়মাস মুক্তিযুদ্ধের পর আমরা ত্রিশ লক্ষ শহীদ,দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয় আমাদের বাংলাদেশ। ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করে। আমরা শহীদের আত্নার মাগফেরাত কামনা করি।
সূদুর প্রবাস থেকে সুপার সিক্সটি সভাপতি আরিফ আল মাহফুজের নেতৃত্বে অত্র সংগঠনের সদস্যবৃন্দ একত্রিত হয়ে উপজেলা শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।