ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী রোববার বিকেলে ছাতক প্রেসক্লাব কার্যালয়ে পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের সভাপতিত্বে ও দৈনিক সুনামকন্ঠ পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়। অনুষ্ঠানে ছাতক প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আমিনুল ইসলাম আজির, তমাল পোদ্দার, প্রধান শিক্ষক সুমন ধর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা সভাপতি শওকত আলী জামিল, ইমাম-মুয়াজ্জিন পরিষদের সাধারন সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান, ফটো সাংবাদিক আমীর আলী, কনকচাঁপা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রুবেল, সাংবাদিক তানভীর আহমদ জাকির, আবু বকর সিদ্দিক, আওয়ামীলীগ নেতা শাহিন মিয়া তালুকদার, ব্যবসায়ী দেলোয়ার ইসলাম, শিক্ষার্থী জুনেদ আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, দৈনিক সুনাম কন্ঠ পত্রিকা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে। ছাতক উপজেলা সহ সুনামগঞ্জ জেলার সকল উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংবাদ প্রচার করার মাধ্যমে জেলাবাসীর কাছে একটি জনপ্রিয় পত্রিকা হিসেবে অবস্থান তৈরি করেছে। দৈনিক সুনামকন্ঠ”র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পত্রিকার সাথে সম্পৃক্ত সকলের প্রতি নিরন্তর ভালবাসা ও শুভ কামনা জ্ঞাপন করেন।