ফটো সাংবাদিক আমির আলী
সুনামগঞ্জের শিল্প নগরি ছাতকে ডিসকভারী সিলেট ট্রাভেলস এন্ড ট্যুরস’র উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের মেহতাজ শপিং সিটির ৩য় তলায় ডিসকভারী সিলেট ট্রাভেলস এন্ড ট্যুরস’র ছাতক শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শহরের কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মাওলানা গিয়াস উদ্দিন। হাফিজ আব্দুস শহিদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাফিজ মাওলানা ফরিদ আহমদ, হাফিজ মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা নূরুল হক, শিক্ষক আবু জাহিদ নোমান, মুফতি সিদ্দিক আহমেদ চিশতি প্রমূখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ডিসকভারী সিলেট ট্রাভেলস এন্ড ট্যুরস’র ছাতক শাখার পক্ষে গিয়াস উদ্দিন ও কামাল উদ্দিন। এসময় পৌরসভার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। ডিসকভারী সিলেট ট্রাভেলস এন্ড ট্যুরস’র প্রধান কার্যালয় সিলেট নগরীর ভার্থখলা টার্মিনাল রোডস্থ চিশতিয়া মার্কেটের নিচতলায়। কর্তৃপক্ষ জানান, ৮, ১৩ ও ২৮ দিনের পৃথক তিনটি প্যাকেজে ওমরাহ হজ্জ বুকিং চলছে। এ ছাড়া হজ্জ ও ওমরাহ প্রসেসিং, ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, ইন্ডিয়া, দুবাই, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের ভিজিট ভিসা প্রসেসিং এ প্রতিষ্ঠানের সেবা সমুহের অংশ।