শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন

আল-লতিফ ইসলামি যুব সংঘের নতুন কমিটি গঠন।

উত্তর বাংলা
  • আপডেটের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৮৯ Time View

 

শহিদুল ইসলাম রেদুয়ান: সুনামগঞ্জের জেলার শান্তিগঞ্জ উপজেলাধীন পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী মাহমুদপুর গ্রামের ঐতিহ্যবাহী আল-লতিফ ইসলামী যুব সংঘটি মেধা লালন ইসলামিক চর্চা ও সামাজিক দায়বদ্ধতা এবং বঞ্চিত অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে অসহায় দুস্থদের পাশে দাড়াতে এই সংগঠনটি ১২ই ডিসেম্বর ২০১৯সালে গঠিত হয়।

সংগঠনের সাংগঠনিক নিয়ম অনুযায়ী ১ বছরে জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে ৩০শে ডিসেম্বর শুক্রবার বিকাল ৫ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যলয় দামোধরতপী নতুন বাজারে কমিটি গঠনের লক্ষে এক সাধারণ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালমান হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ানের যৌথ সঞ্চালনায় সাধারণ সভায় উপস্থিত সকল সাধারণ সদস্যগনের সম্মতিতে ১ বছর মেয়াদে কমিটি গঠন করা হয়।

কাউন্সিলে সর্ব সম্মতিক্রমে সুপন আহমেদ কে সভাপতি এবং পুনরায় সালমান হোসেন কে সাধারণ সম্পাদক ও শহিদুল ইসলাম রেদুয়ান কে ৩য় বারের মতন সাংগঠনিক সম্পাদক নিবার্চিত করে ৪০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি নাসির মিয়া, কামাল হোসেন,রেজুল হক,যুগ্ন সাধারণ সম্পাদক মোজ্জাম্মিল হোসেন,সহ-সাংগঠনিক মঈন,অর্থ সম্পাদক মুতিউর রহমান মুকিদ প্রচার সম্পাদক মঞ্জিল খাঁ,অফিস সম্পাদক শফরুল ইসলাম জাকুয়ান,শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বদরুজ্জামান, সামাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জুবেদ আহমদ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আলী আহমদ, কার্যকরী কমিটির সদস্য,সুমন আহমদ, রুয়েল আহমদ। নির্বাহী সদস্য পদে,নুরুল আমিন,গায়ছ উদ্দিন, সবুজ মিয়া ,সাবজল আহমদ,হুশিয়ার আলী,শামসুদ্দিন আহমেদ,দুলন মিয়া,ফয়েজ আহমেদ দুলাল,রাজিব উদ্দিন,সালেহ আহমদ,রাহাত আহমদ রাহী, তামিম হোসেন চাঁদ। এবং প্রবাসী সদস্য,পারভেজ আহমদ,লোকমান আহমদ,হাফিজুল ইসলাম কাউছার আহমদ ,মিলন আহমদ রেজা,রিদয় আহমদ,হেলাল আহমদ,আবু তাহের রাজু,নাসির উদ্দিন,আলী নুর,সাজিদ মিয়া,রফু মিয়া।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102