বিশ্বনাথ প্রতিনিধি : রীতিমত ইতিহাস গড়েছেন সিলেটের বিশ্বনাথের ব্যাটার আজিমুর রহমান রাজন। রামপাশা ইউনিয়ন ক্রিকেট লীগের ১৭তম আসরের গ্রুপ পর্বের ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন জননী ক্রিকেট ক্লাব আশুগঞ্জ বাজারের এই ওপেনার।
আজ রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে ইউনাইটেড ক্রিকেট ক্লাব মাঝপাড়ার বিপক্ষে ৭২ বলে ডাবল সেঞ্চুরী হাঁকিয়ে রেকর্ড গড়েছেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান আজিম। পরে ২২৯ রানে গিয়ে থামে তার ব্যাটিং ঝড়। সে জন্যে তাকে খেলতে হয়েছে মাত্র ৮৩ বল।
ইউনাইটেড ক্রিকেট ক্লাবের আল-আমিনের বলে আহমদ সগিরের ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরা আজিম তার বিধ্বংসী ইনিংসটি খেলার পথে ছয় মেরেছেন ৩৪টি ও চার মেরেছেন ৫টি।
আজিমুর রহমান রাজনের ইতিহাসগড়া ২২৯ রানের উপর ভর করে ২০ ওভারের ম্যাচটিতে ৪ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করে টস জিতে ব্যাট করতে নামা জননী ক্রিকেট ক্লাব আশুগঞ্জ বাজার। জবাবে ব্যাট করতে নেমে ১২ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ইউনাইটেড ক্রিকেট ক্লাব সংগ্রহ করে মাত্র ৬০ রান।
খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচসহ চারটি প্রাইজ জিতে নেওয়া ডাবল সেঞ্চুরিয়ান আজিমুর রহমান রাজন তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আগের ম্যাচে সেঞ্চুরি এবং আজকের ম্যাচে ডাবল সেঞ্চুরি করতে পেরে আমি খুবই খুশি। আমার দলও জয় পেয়েছে। পরবর্তী ম্যাচগুলোতেও আমি এমন ধারাবাহিকতা বজায় রেখে খেলতে চেষ্টা করব।’
রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আরব শাহ ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন শিমুল জানান, ‘আমাদের নিজেদের মাঠে আজিমুর রহমান রাজনের এমন একটি ইতিহাসগড়া ইনিংসের সাক্ষী হতে পেরে ভালই লাগছে।’
উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম তুহেম জানান, ‘বিশ্বনাথে কোনো টি-টোয়েন্টি ম্যাচে এটাই প্রথম ডাবল সেঞ্চুরি।’