শহিদুল ইসলাম রেদুয়ান: দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সিলেট এইড সংগঠনটি।
রবিবার (১৮ই ডিসেম্বর) সিলেট এইড কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী এলাকায় দেড়শতাধিক কম্বল, ৪টি সেলাই মিশিন,১টি হুইল চেয়ার এবং ১০বান টেউটিন বিতরণ করা হয় এলাকার হতদরিদ্র মানুষদের মাঝে। এই সময় উপস্থিত ছিলেন সিলেট এইডের ভালান্টিয়ার আবু মুনিম,জাফর মিয়া,বাবুল মিয়া,শাহী মিয়া,লিজা বেগম,প্রমুখ।
সিলেট এইড ভালান্টিয়ার লিজা বেগম বলেন, মূলত সিলেট বিভাগে দিয়ে আমাদের এ কার্যক্রম শুরু হবে। এই হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবনে শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন অনেক শীতবস্ত্রের। হয়ত আমাদের ছোট্ট এই প্রচেষ্টা দ্বারা শীতার্ত সব দুঃস্থ লোকদের শীত নিবারণের জন্য প্রয়োজনীয় বস্ত্র শীত বস্ত্র পৌছে দেওয়া সম্ভবপর নাহ। কিন্তু আমাদের এই ছোট উদ্যেগের ফলে কিছু মানুষের ঠোটে ঐ তৃপ্তির হাসি আর দু’চোখে বাঁচার আকাঙ্ক্ষা খুঁজে পাই এবং এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আরো কিছু দায়িত্বশীল মানুষকে তাঁদের পাশে দাড়াতে দেখতে পাই তবেই তৃপ্তি।
ভলান্টিয়ার শাহী মিয়া বলেন,আপনার মতো সমাজের দায়িত্বশীল মানুষদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি “সিলেট এইড” উদ্যোগে সামিল হোন এবং দুস্থ ঐ মানুষগুলোর বাঁচার আকাঙ্ক্ষা খুঁজে পেতে সাহায্য করুন।
শীতবস্ত্র বিতরণে ইংল্যান্ড প্রবাসী আব্দুর রকিব,বিএনপি নেতা ফারুক মিয়া,মাসুক মিয়া,আওয়ামীলীগ নেতা এম এ কাশেম চৌধুরী, সুনামগঞ্জ জেলার তরুণ সংগঠক ওবায়দুল হক মিলন, রাসেল আহমদ, হাসান জামিল, শহিদুল ইসলাম রেদুয়ান, সুনুর আলী,কছির মিয়া,ইকবাল হোসেন,ছায়েম আহমদ রাজু ,সেলিম রেজা,প্রমুখ উপস্থিত ছিলেন।