শ্রীমঙ্গল প্রতিনিধি: মোঃ ইউসুফ আলী
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি সেবা ও উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার(১৩ই নভেম্বর) ২০২৩ ইং। বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে, উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি সুবিধাপ্রাপ্ত উপকারভোগীদের মধ্যে ভিজিডি,ভাতা হইল চেয়ার, ঋণের চেক, শিক্ষার উপকরণসহ নানাবিধ সরকারি সেবা ও উপকরণ বিতরণের আয়োজন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিস কার্যালয়ের হিসাব রক্ষক, সুবিপ দাশের উপস্থাপনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড.মোঃ আব্দুস শহীদ এম.পি। সভাপতি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়,উপজেলা আওয়ামীলীগের সভাপতি, অর্ধেন্দু কুমার দেব বেভুল, এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতলিব, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুধু মিয়া, ভুনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আব্দুর রশিদ, শ্রীমঙ্গল পৌর সভার ১.২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর, তানিয়া আক্তার এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এনাম হোসেন চৌধুরী মামুন ,শ্রীমঙ্গল থানার পুলিশ উপ-পরিদর্শক (ওসি তদন্ত) মো: আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুধু মিয়া, ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক, দেলোয়ার হোসেন রাহিদ,উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, নুরুল আমিন, শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি, আকবর হোসেন সাহিন, যুবলীগ নেতা সেলিম আহমেদ,সহ ইউনিয়ন পরিষদের মেম্বার সদস্য/সদস্যা বৃন্দ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুক।
এসময় উপকারভোগীদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৪০ জন কে শিক্ষা উপকরণ, ৩২ জনকে ১৫ হাজার টাকা করে এবং ৪জনকে ২৫ হাজার টাকা করে, সুদমুক্ত ক্ষুদ্রঋণ, সমাজসেবা অধিদপ্তর থেকে ৯জন ক্যান্সার রোগীকে ৫০হাজার টাকা করে সাড়ে ৪লাখ টাকার চেক, ৬ জনকে হুইল চেয়ার, বিআরডিবি থেকে ১জনকে ২০ হাজার এবং ৫ জনকে ৩০ হাজার টাকা করে শষ্য বীজ, নগদ ঋণ , ৩৪৫ জনকে ২০টি করে মুরগী, মুরগীর ঘর এবং ৭৬ জনকে ভেড়ার ঘর নির্মাণ সামগ্রী, কৃষি অফিস থেকে ভুট্টা ২, কেজি সরিষা ১কেজি পেয়াজ ১কেজি সূর্যমুখী ১ কেজি সাধারণ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।