উত্তর বাংলা সংবাদ
সম্মাননা পদক’হাতে তুলে দেনএক্স্য-ক্যাডেট এসোসিয়েশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শাহজাহান (অবঃ)।
অনুষ্ঠানে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পরে। জমকালো এই অনুষ্ঠানে এসোসিয়েশনের মহাসচিব লেঃ কর্ণেল মোহাম্মদ আলাউদ্দিন গাজী (অবঃ) বেকা’র বিভিন্ন দিক ও জন্ম ইতিহাস তুলে ধরে মনোমুগ্ধকর বক্তব্য দেন।
প্রবীনতম এক্স-ক্যাডেট সাবেক এম পি কাজী মোজাম্মেল বয়সকে হার মানিয়ে অনুষ্ঠানে আগমন, ইউওটিসি’র সময়ের বিটিএফ অফিসার এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন এম সামাদ (অবঃ) জ্ঞানগর্ভ বক্তব্য, ১৯৮৪ সালের এক্স-ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনী’র ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এম এ হান্নান, বেকা’র প্রতিষ্ঠাতা সদস্য লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম রেজাউল হক ঝুনু’র ৪১ বছরের আগের বেকা’র ইতিহাস, সাবেক মহাসচিব এ বি এম শফিকুল হক এর বেকা নিয়ে ভাবনা, বিএনসিসি’র দীর্ঘদিনের নিবেদিত বিটিএফ অফিসার প্রফেসর মেজর আজিজ আহমেদ সাদেক রেজা (অবঃ) এর ক্যাডেট জীবনের স্মৃতিচারন সর্বোপরি পদক প্রাপ্ত ৬ জন পদক পান যথাক্রমে-
১। বিএনসিসি অফিসার মেজর ড. সুলতান ফরিদ।
২। প্রভাতী ইন্স্যুরেন্স এর অতিরিক্ত এম ডি মোহাম্মদ নূরুল হুদা ডিউক।
৩। কথা সাহিত্যিক নুরুল্লাহ মাসুম।
৪। বেকা, কক্সবাজার ইউনিট এর সভাপতি এক্স-ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ মহিউদ্দীন।
৫। বেকা সুনামগঞ্জ ইউনিট এর সাধারন সম্পাদক এক্স-সিইউও রফিকুল ইসলাম সাইদ।
৬। শহীদ সোহরাওয়ার্দী কলেজ এর এক্স-ক্যাডেট জান্নাতুল ফেরদৌস এর মানবতা নিয়ে মানব সেবার বিভিন্ন উদাহরন তুলে অনুকরনীয় বক্তব্য সকলকে মুগ্ধ করেছে। বেকা’র প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ক্যাডেট কোর এর ঐতিহাসিক ব্যক্তিত্ব লেঃ কর্ণেল মতিউর স্যারকে নিয়ে ক্যাডেট ও বেকা’তে তাঁর অবদান তুলে ধরে এবং বেকা’র সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল আর এম এ গোলাম মোক্তাদির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে আবেগী পরিবেশ তৈরি বেকা’র মুখপাত্র মোঃ মাহবুব আলম।
প্রায় ৩৫টি জেলা থেকে আগত প্রতিনিধিরা এই কেন্দ্রিয় অনুষ্ঠানে যোগ দিয়ে অনুপ্রেরনা পেয়েছে, সেবাব্রত মানসিক প্রসান্তি পেয়েছে।