বিশ্বনাথ প্রতিনিধি : শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২২ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৫ম শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ নিশাত তাসনিম। মেধাবী ওই শিক্ষার্থী নিয়মিত পড়ালেখা করে সে এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
ভাল ফলাফল অর্জনের পেছনে বাবা-মা, শিক্ষক, শিক্ষিকার অবদান বেশী বলে জানায়, মোছাঃ নিশাত তাসনিম। ফলাফলের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং পড়ালেখা করে একজন আদর্শ মানুষ হতে সবার দোয়া কামনা করেছে। মোছাঃ নিশাত তাসনিম বিশ্বনাথ ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের বাসিন্দা ও কাইয়া খাইড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আহাদ ও মিনারা বেগম দম্পতির কনিষ্ঠ মেয়ে।
এব্যাপারে শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল কাইয়ুম সাকি বলেন, নিশাত তাসনিম একজন মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছিল কৃতিত্বপূর্ণ ফলাফল। সে পড়ালেখায় খুবই মনযোগী। আমি তার উজ্জল ভবিষৎত কামনা করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি রাণী দে বলেন, একটি শিক্ষিত পরিবারের মেয়ে নিশাত তাসনিম। তার ফলাফলে প্রত্যেক শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটি আনন্দিত। আমরা তার সুন্দর জীবন কামনা করছি।