দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী সুনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আল মদিনা একাডেমিতে কর্তৃপক্ষ-অভিভাবক- শিক্ষকদের নিয়ে ত্রিপাক্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার একাডেমি ক্যাম্পাসে আয়োজিত সমাবেশে ২০২৩ সেশনের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির যাবতীয় শিক্ষা কার্যক্রম অভিভাবকদের নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। এসময় অভিভাবকরা একাডেমির সামগ্রিক মানোন্নয়নে পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অভিভাবকরা আলমদিনা একাডেমির ক্যাম্পাসের সৌন্দর্য্য ও নান্দনিকতায় ও শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মদিনা একাডেমির প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, তুরস্ক প্রবাসী ও একাডেমির প্রতিষ্ঠাকালীন শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিভাবক সদস্য আশরাফ আলী ও সঞ্চালনায় ছিলেন একাডেমির পরিচালক রফিকুর রহমান।
এসময় প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। শিক্ষার মান উন্নয়নের লক্ষে তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান সহ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নকল্পে বিভিন্ন দিক-নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন
অনুষ্ঠানের একপর্যায়ে একাডেমির নিজস্ব শিক্ষা-কার্যক্রমের বার্ষিক কল্যান্ডার অভিভাবকদের হাতে উপহার হিসেবে তুলে দেন কর্তৃপক্ষ।