ছাতক প্রতিনিধি:
ছাতক মডেল একাডেমির বই বিতরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী বুধবার সকালে একাডেমি মিলনায়তনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফারুক আহমদ জাবেদের সভাপতিত্বে ও মাওলানা আসাদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা শায়খ ইমাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল আহাদ, ছাতক ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ ফখর উদ্দিন স্বপন। এসপিপিএম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বদরুল আলম, জালালিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন। একাডেমির পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা লায়েক আহমেদ, হাফিজ সিদ্দিক আহমেদ, মাওলানা তোফায়েল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন, মাষ্টার আবু সালেহ, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আবুল বারাকাত, মাওলানা ফখরুল আমীন, মোঃ শাহ আলম। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ ইছুব আলী, মাষ্টার জাহিদ হোসেন, মোঃ সেলিম উদ্দিন তালুকদার, হাঃ বখতিয়ার আহমদ, মোঃ আলী নেওয়াজ, মোঃ জামাল উদ্দিন, মোঃ শামিম আহমেদ প্রমুখ। ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয় ছাতক মডেল একাডেমি প্রাঙ্গণ। উৎসাহ ও উদ্দীপনায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের বই সংগ্রহ করার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।