ছাতক প্রতিনিধি:
ছাতকে ব্র্যাক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচীর উদ্যোগে সুনামগঞ্জ জেলার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসন প্রকল্পের আওতায় উপজেলা ইসলামপুর ইউনিয়নের উপকারভোগি মানুষের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়নের কুচবাড়ি গ্রামের হাজী আব্দুস সামাদের বাড়ি থেকে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সুহেল। প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর রোমানা বেগমের সভাপতিত্বে ও ব্র্যাক কর্মকর্তা মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কৃষি উপকরণ বিতরণী সভায় বক্তব্য রাখেন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ, মোজাম্মেল হক, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, প্রকল্পের ডেপুটি ম্যানেজার (মনিটরিং) মেহেদী হাসান, স্থানীয় হাজী আব্দুস সামাদ, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বাহার উদ্দিন, ছালিক মিয়া, ইউপি সদস্যা সাহেদা বেগম, হাজেরা বেগম প্রমূখ। ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের দেড় শতাধিক পরিবারের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে লাল শাক, ঢেঁড়শ, করলা, চাঁল কুমড়া ও ঝিংগার বীজ, একটি করে পেয়ারা ও লেবু চারা, একটি করে পানির ঝাঁঝড়ি. এ্যানুয়েল ও ইলেকট্রিক স্প্রে মেশিন, কোদাল, নিড়ানী, কাচি, বেড়া দেয়ার জাল, দুটি জৈব্য বালাইনাশক, একটি করে খাতা কলম ও গামছা এবং ১৫ কেজি জৈব সার প্যাকেটজাত করে তুলে দেয়া হয়। প্রতিটি প্যাকেটে প্রায় সাড়ে তিন হাজার টাকা মুল্যের কৃষি উপকরণ রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। এ প্রকল্পের আওতায় ইউনিয়নের ৩২৬ পরিবারের মাঝে কৃষি উপকরণ, ৪৭৭ পরিবারকে দু’দফায় বিকাশ একাউন্টের ১০হাজার টাকা, ২৯ পরিবারকে গৃহ নির্মাণ সামগ্রী এবং ৮ টিউবওয়েল উচুঁ করা হবে।