শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ইসলামপুর ইউপির রহমতপুর (নতুন বাজারে) এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।এতে, ছাতক-দোয়ারাবাজার উপজেলা ১০ টি প্রতিষ্ঠানের ১ শতাধিক কৃতি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ট্রান্সপারেন্সি এডুকেটেট সোসাইটির (টেস) এর সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও টেসের সাবেক সভাপতি সালামান হোসাইন ও সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া’র যৌথ সঞ্চালনায় । অনুষ্টান শুরুতে কোরআন তেলাওয়াত করেন টেসের প্রচার সম্পাদক মুহাম্মদ ফয়েজ উদ্দিন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ছাতক উপজেলা (এসএফডিএফ)
সিনিয়র ব্যবস্থাপক মোফাজ্জল হোসাইন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১নং ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম,শিক্ষাঅনুরাগি জনাব আবুল বাশার ( ট্রেইলার)সোনালী চেলা
উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,ব্যবসায়ী রফিকুল ইসলাম সাইদ,নাছিমপুর বাজার দাখিল মাদ্রাসার সুপার মাও,আক্তার হোসাইন,মাওঃ সেলিম আহমদ, মাওঃ ফয়জুল ইসলাম আকদ্দুছ, দারোগাখালী দারুর কোরআন হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাও মোস্তফা কামাল, ইসলাম বাজার হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাও সাজিদ আলী, সোনাপুর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাও সাজিদুর রহমান সাইদ, হযরত সুমাইয়া (রাঃ) মহিলা মাদ্রাসা রহমতপুর এর মুহতামিম মাও সাদিকুর রহমান,রহমতপুর জামে মসজিদ ইমাম মাওঃ সানুর আলী,আলমপুর জামে মসজিদ ইমাম মাওঃ নিজাম উদ্দিন ,পূর্ব রহমতপুর জামে মসজিদের ইমাম ফখরুল ইসলাম,। সাবেক ইউপি সদস্য ইউনুস আলী,দারোগাখালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদ আলী, আলম পুর গ্রামের সৌদী প্রবাসী জনাব আব্দুুল খালিক ,ডা জুবায়ের আহমদ,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া। আরও উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্যবৃন্দ জনাব মাস্টার সাহিদ আলী, এখলাসুর রহমান,নাছির হোসাইন,সালমান হোসাইন,আমির উদ্দীন,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান, সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ আলী আহমদ,সাংগঠনিক সম্পাদক কিবরিয়া,সহ- সাংগঠনিক সম্পাদক জায়নুল আমীন, টেস কার্যকরী পরিষদের সদস্য মামুনুর রশীদ, অর্থ সম্পাদক হোসাইন আহমদ, প্রচার সম্পাদক মুহাম্মদ ফয়েজ উদ্দিন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মুকাদ্দুসুর রহমান, কার্যকারী পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ – এহিয়া আহমেদ,জুনেদ আহমদ,খলিলুর রহমান,প্রবাসী সদস্য ও সাবেক কার্যকারী পরিষদের সদস্য মুহিবুর রহমান সহ টেসের সকল দায়িত্বশীল ও সদস্যবৃনৃদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে ক্রেষ্ট প্রদান ও হিফজ সম্পন্ন শিক্ষার্থীদের ক্রেষ্ট ও পাগড়ি প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দ।
এসময় হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা,ক্রেষ্ট ও পাগড়ি প্রদানের এই ভিন্নধর্মী আয়োজন করায় টান্সপারেন্সি এডুকেটেট সোসাইটির সফলতা কামনায় সার্বিক সহযোগিতা করার প্রতিস্রুতি দেন উপস্থিত অতিথিবৃন্দ। টেসের এই মানবতাময় ও কল্যাণমুলক কাজগুলো যেন সমাজের প্রত্যাক মানুষের তরে যেন চলমান থাকে।