ছাতক প্রতিনিধঃ-
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন, বাংলাদেশ এক্স ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা)সুনামগঞ্জ ইউনিট। মঙ্গলবার সকাল ৮ ঘটিকার সময় স্থানীয় শহীদ মিনারে--- শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্বা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বেকা সুনামগঞ্জ ইউনিটের প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ছাতক সরকারি কলেজর ভারপ্রাপ্ত অধ্যাপক শ্রী তুলশী চরন দাস,
উপদেষ্টা ছাতক বহুমুখী মডেল সরকরী উচ্চ বিদ্যালয়ের টি,ইউ ও জনাব দেলোয়ার হোসেন খাঁন,
ছাতক সরকারী কলজের ইংরেজি বিভাগের প্রভাষক শ্রী পার্থ সারথী টিটু, বাংলা বিভাগের প্রভাষক আলমগীর হোসেন,
সোনালী চেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, রফিকুল ইসলাম, ও বিএনসিসি এর ক্যাডেট বৃন্দ।
শহীদ মিনারে পুষ্পস্তবক অনুষ্ঠান শেষে, বেকা কার্যালয়ে এক আলোচনা সভা অনুস্টিত হয়। এক্স সিইউও হোসেন আহমেদের এর সভাপতিত্বে ও এক্স সি ইউ ও রফিকুল ইসলাম সাইদের পরিচালনায়, সংগঠনের ৪১ তম প্রতিষ্টা বাষির্কি পালনের জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় বেকার ৪১তম প্রতিষ্টা বার্ষিকি উপলক্ষে জাতীয় নির্বাহী পরিষদ কতৃক সারা দেশ থেকে ৬ জন এক্স ক্যাডেটস্ কে বিশেষ সম্মাননা প্রদান করায় ও সুনামগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাইদ কে নির্বাচিত করায় জাতীয় নির্বাহী পরিষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভায় চুড়ান্ত সিদ্ধান্ত গ্রীহিত হয়।