শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

দেশে উদ্যোক্তার চাইতে দালালের সংখ্যা বেশি

উত্তর বাংলা
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

ব্যারিস্টার সুমন
ওসমানীনগর প্রতিনিধি ::
সুপ্রিম কোর্টের আইনজীবী ফুটবল প্রেমী ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন, আমি কতদিন আর দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিতে পারবো জানি না। কারণ মানুষ বলে আমার এখন জীবনের অনেক রিস্ক। এই দেশে কেউ ভালো কাজ করলে ভালো কথা বললে তাকে মরতে হয়, বাংলাদেশকে স্বাধীন করেছিলেন যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকেও হত্যা করা হয়েছে। পাকিস্তানিরা হত্যা করেনি হত্যা করেছে আমাদের দেশেরই কিছু দালালরা। আমার এলাকার সাবেক অর্থমন্ত্রী শাহ্‌ এম এস কিবরিয়াকে হত্যা করেছে এ দালালেরাই। এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যেখানে উদ্যোক্তার চাইতে দালালের সংখ্যা বেশি। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে সিলেটের ওসমানীনগরে তাজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমি ও তাজপুর ইউনিয়ন একাদশ প্রীতি ফুটবল ম্যাচ খেলা শেষে আলোচনা সভায় এসব বলেন।
তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুর ও আলী হোসেন রানার যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। বক্তব্য রাখেন ব্যারিষ্টার সাইদুল হক সুমন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ (ভিপি), ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আনহার মিয়া, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, আওয়ামলীগ নেতা সায়ীদ আহমদ বহলুল প্রমূখ।
প্রীতি ম্যাচ খেলায় ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমি তাজপুর ইউনিয়ন একাদশকে ২-১ গোলে হারিয়ে জয় লাভ করে।

জিতু আহমদ
০১৭১৯৯৬৬৪৬৪
২৭-০১-২০২৩

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102