মোছাঃ নিছপা আক্তার হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকালে বাহুবল উপজেলার মিরপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে যৌথ বাহিনী ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়।
মিরপুর বাজারে যৌথবাহিনীর অভিযানকালে অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ আত্মগোপন করেন।
হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়,
মিষ্টির কার্টুনের ওজন বেশি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মেসার্স কুটুমবাড়ি মিষ্টিঘরের মালিক আরমান মিয়াকে ১০ হাজার টাকা, জিলাপিতে অস্বাস্থ্যকর রং মিশানোর দায়ে মেসার্স শাহজাহান মিষ্টি ঘর এর মালিক শাহজাহান খানকে ৪ হাজার টাকা, নষ্ট গুড় ও মেয়াদোত্তীর্ণ চা-পাতা রাখার দায়ে মেসার্স রিপন ভেরাইটিজ স্টোর এর মালিক আলী হোসেনকে ৮ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার দায়ে তিন ভাই হোটেলের মালিক সুন্দর আলীকে ৬ হাজার টাকা ও জিলাপিতে অস্বাস্থ্যকর রং মিশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার দায়ে মেসার্স দীপক মিষ্টান্ন ভান্ডারের মালিক দীপক পালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখিত এ ৫ টি প্রতিষ্ঠানকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।