কবি সাহিত্যিকঃ রৌনকা আফরুজ সরকার
ঘুরে ঘুরে বিভিন্ন স্টল দেখলাম।
নিজ বইয়েরও খোঁজ খবর নিলাম।
অমর একুশে বইমেলার সুন্দর ও সুশৃঙ্খল ব্যবস্হাপনা প্রশংসার দাবি রাখে।
বই মানুষের আনন্দের বাহন হওয়া উচিত। বই মানুষের হৃদয়কে ও আত্মাকে আলোকিত করে। বইমেলা আমাদেরকে আলোর কাছাকাছি পৌঁছে দেয়।
অনেকের জ্ঞান একত্রিত করতে পারলে জ্ঞানী মানুষ হওয়া যায়।
সেটা সম্ভব বই পড়ার মাধ্যমে।
বই মানুষের বিশ্বস্ত বন্ধু। বইয়ের সাথে বন্ধুত্ব করতে পারলে মানুষের জীবন বদলে যাবে।
সমাজ ও জাতি উন্নত হবে।