মাহফূজুল করিম,লামা,বান্দরবান।
লামা উপজেলার পার্শবর্তী থানা চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নে খোজাখালী তরুণ সংঘের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫’ই মার্চ,২৫ইং (রবিবার)
গতকাল সকাল ১০ঘটিকায় এ প্রতিযোগিতা শুরু হয়।কৈয়ারবিল ও বরইতলী ইউনিয়ন এর ২০টি মাদ্রাসার মোট ৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এতে অংশগ্রহণ করে কৈয়ারবিল ইউনিয়নের ভরন্যারচর তা’লীমুল ইসলাম মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাইদ দ্বিতীয় স্থান অর্জন করেন।ভরন্যারচর গ্রামের আজগর আলীর মেঝ ছেলে সাইদ।সে ইতোপূর্বে তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষায়-২২ইং তে ও এপ্লাস পেয়েছিল।
প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করে হাফেজ মাওলানা মাছুম,সাথে ছিলেন হাফেজ মাওলানা মোবারক হোসেন ও হাফেজ মাওলানা নুরুল আমিন।
খোজাখালী দারুণ নাজাত কোরআন রিচার্স সেন্টারের প্রতিষ্ঠাতা মাওলানা ছৈয়দ মাহবুব মোর্শেদ ও তরুণ সংঘের প্রতিষ্ঠাতা এম.এ কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মু ফখরুদ্দিন ফরায়েজি।
সবশেষে সম্মাননা স্বারকসহ দ্বিতীয় স্থান অর্জনকারী মোহাম্মদ সাইদকে ৪হাজার টাকা পুরুষ্কার প্রদান করেন।
সফলতার বিষয়ে জানতে চাইলে সাইদ বলেন,আমার সম্মানিত হুজুরদের পরিকল্পিত গাইডলাইনে সফলতা অর্জন করায় কৃতজ্ঞতা জানাচ্ছি।
মাহফূজুল করিম
লামা,বান্দরবান
০১৮৩৩২৮৩২৯৬