“আদর্শ শিক্ষক”
ছোট্ট একটি বাক্য অর্থাৎ দু’টি শব্দ ‘আদর্শ শিক্ষক’। শিক্ষক বিশ্বের সব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। একজন আর্দশ শিক্ষক হবেন আদর্শের মূর্ত প্রতীক। তাঁর আদর্শে অনুপ্রাণিত হবে সমাজের অন্যান্য সদস্য তথা বিদ্যালয়ের শিক্ষার্থী। আদর্শ শিক্ষক কে হতে হবে এমন ব্যক্তিত্ব সম্পন্ন যেন তাঁকে শ্রদ্ধার পাত্র ছাড়া অন্য কিছু ভাবা না যায়। একজন আদর্শ শিক্ষককে অবশ্যই শিক্ষক তাকে পেশা হিসাবে নিতে হবে, বৃত্তি হিসেবে নয়। একজন শিক্ষকের শিক্ষকতার যোগ্যতা ও গুণাবলি অর্জন এবং শিশুদের কল্যাণে নিয়োজিত ও অভিজ্ঞতা সম্পন্ন হওয়া সত্ত্বেও কর্তব্য পালন অঙ্গিকার নেই। পেশার প্রতিশ্রদ্ধা নেই, নেই কর্ম সন্তষ্টি, কখনও এমন একজনকে আদর্শ শিক্ষক হিসেবে আখ্যায়িত করা যাবে না। কেন না তাঁর দ্বারা শিক্ষার্থী কোনরুপ উপকৃত হবেনা। বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থী কেন্দ্রকা, শিক্ষক সুনাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা শিখে অনুকরণের মাধ্যম। একজন আদর্শ শিক্ষক হিসেবে যেসব গুণ থাকা দরকার তার কোনটিরও ঘাটতি থাকা যাবেনা। কারণ এক শিক্ষার্থী তার বাবা মা’র কথায় চেয়ে শিক্ষকের কথার মূল্যায়ন বেশী করে। এ ক্ষেত্রে একজন শিক্ষককে অবশ্যই সবগুণের অধিকারী হতে হবে। আদর্শ শিক্ষক অবশ্যই বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানে সমৃদ্ধ হবেন। তিনি শুধু জ্ঞানের ধারক ও বাহকই নন যে, শিক্ষার্থী তাঁর নিকট হতে শুধু জ্ঞান আহরন করবে। তাঁকে অবশ্যই গুণের সমাহারে গুণান্বিত হতে হবে। আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে গড়েনা তুলতে পারলে আদর্শ শিক্ষা দেওয়া সম্ভব নয়। যেখানে আদর্শ শিক্ষা নেই যেখানে জাতির উন্নতি নেই। আর জাতির উন্নতি হওয়া একটি রাষ্ট্রের তথা গোটা বিশ্বের উন্নতি। একজন আদর্শ শিক্ষক হবেন একটি অনুন্নত রাষ্ট্রের উন্নয়নের হাতিয়ার স্বরূপ। প্রবাদ আছে “ঢেঁকী স্বর্গে গেলে ও ধান ভানে” অর্থাৎ যার যে কাজ তাকে সে কাজ অবশ্যই সম্পন্ন করতে হবে। যেহেতু আমরা রাষ্ট্র স্বীকৃত একজন শিক্ষক যেহেতু একজন আদর্শ শিক্ষকের গুণাবলি অর্জন তথা দায়িত্ব ও কর্তব্যজ্ঞান সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। ইচ্ছা থাকলে উপায় হয়। কোন কাজের সফলতার পিছনে রয়েছে ইচ্ছা বা আশা। পৃথিবীতে বড় বড় মনীষী গুণীতাদের ইচ্ছা শক্তি দ্বারা অনেক কষ্ঠ-সাধ্য কাজে সফলতা পেয়েছেন। শিক্ষা যদি হয় জাতির মেরুদন্ড তা বেশিক্ষক হবেন মেরুদন্ডের কারিগর স্বরূপ। একজন আদর্শ শিক্ষক সমাজের উঁচুস্তরের মানুষ অর্থাৎ আদর্শ মানুষ।আমার মনে যেমন আমার শিক্ষকের নৈতিক শিক্ষাদ্বারা রেখাপাত করেছে। তেমনি আমার শিক্ষার্থী দ্বারা তাদের মনে রেখাপাত করতে পারব কি না জানিনা? তাই আমিও হতে চাই “আদর্শ শিক্ষক”।
মোঃ মিজানুর রহমান
সহকারী শিক্ষক
পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
পাঁচবিবি, জয়পুরহাট।