নিজস্ব প্রতিবেদকঃ আশিক হাসান সীমান্ত
সাংবাদিক পেশায় নিজেকে সততা এবং দৈনিক সত্যের সন্ধানে ছুটতে হয়।
ভয় পেলে সাংবাদিকতা বলে না সাহস রেখে এগিয়ে যাওয়ারই সাংবাদিক বলে।
সাংবাদিকদের কাজ সত্য টা তুলে ধরা, সাংবাদিকের বিপদ সবসময় তাই না বসে থাকবো এগিয়ে যাবো।
যেখানেই দুর্নীতি চাঁদাবাজ সেখানেই সাংবাদিক।
সাংবাদিকতা চাইলে নিজেকে কথা শিখতে হবে এবং দৈনিক নিউজ করতে হবে। এবং মানুষের মাঝে মিশে তার থেকে তথ্য নিতে হবে।
সাংবাদিকতা করতে চাইলে একটা কথা মনে রাখতে হবে সামনে লক্ষ থাকতে হবে পিছনে নয়।
কারণ পিছনে লক্ষ করে ভীতু সাংবাদিক নয় সবসময় একটা কথাই মাথায় রাখতে হবে সামনে লক্ষ পিছনে নয়।
তাহলে সাংবাদিক পেশায় আপনি প্রতিষ্ঠিত হতে পাড়বেন।