শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

সাংবাদিক আমিনুলের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

উত্তর বাংলা
  • আপডেটের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৬১ Time View

 

বিশেষ প্রতিনিধিঃ
অনিয়ম দুর্নীতির নিউজ প্রকাশের জেরে যুমনা টিভি সুনামগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের উপর বর্বরোচিত পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ আজ শনিবার (৬ মে) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব ও সর্বস্তরের গণমাধ্যম কর্মীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের সভাপতিত্বে ও সুনামগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি একে একে মিলন আহমেদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ডিবিসির জেলা প্রতিনিধি আসাদ মণি, মাই টিভি ও আমার সংবাদ জেলা প্রতিনিধি আবু হানিফ, দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি মোঃ আফজাল হোসেন, দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি আপ্তাব উদ্দিন, গ্লোবাল টিভির প্রতিনিধি এনামুল কবির মুন্না প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আর টিভির জেলা প্রতিনিধি মো: শহীদ নুর, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, দৈনিক আজকালের খবর জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক সুনামগঞ্জের খবর স্টাফ রিপোর্টার মুশফিকুর রহিম, দৈনিক ডেসটিনি জেলা প্রতিনিধি বিপলু রজ্ঞন দাস, বাংলাদেশ বুলেটিন জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন লিটন, দৈনিক সংবাদ সারাবেলা জেলা প্রতিনিধি শাওন রায়, আমাদের সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার তুষার আহমদ টিপু, নিউ টাইমস্২৪ স্টাফ রিপোর্টার রহিম রানা, বর্তমান সময়. কম এর স্টাফ রিপোর্টার আক্তার হোসেন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকায় আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজের অনিয়ম দুর্নীতির নিউজ যমুনা টিভিতে প্রকাশ হয়৷ পরিবর্তিতে প্রশসনের হস্তক্ষেপে তদন্ত টীম সরোজমিনে যমুনা টিভিতে কর্মরত সাংবাদিক আমিনুল ইসলামকে ডাক হলে তিনি সাক্ষ্য দিতে যান এবং আশ্রয়ন প্রকল্পের অনিয়মের প্রমান সরাসরি তদন্ত কমিটির কাছে উত্তাপনের মাধ্যমে তুলে ধরেন৷ তারি জের সুবিধাভোগীদের পূর্বপরিকল্পিত ভাড়াটিয়া সন্ত্রাসী কর্তৃক ১৫ থেকে ২০ জনের সন্ত্রাসী বাহিনী সাংবাদিক আমিনুলের উপর সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখ রাস্তায় বর্বরোচিত হামলা চালিয়ে গুরুতর জখম ও আহত করে৷ এ ঘটনায় মামলার প্রধান আসামি জিল্লুর রহমান সজীবকে গ্রেফতার করেছে পুলিশ। অজ্ঞাত নামা জড়িতদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানানো হয়। এবং তীব্র নিদ্রা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতৃবৃন্দরা।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102