শহিদুল ইসলাম রেদুয়ান : প্রান্তিক নারীদের সম্পৃক্তকরণে আমরা যুবরা এই প্রতিপাদ্যে সারাদেশে ন্যায় শান্তিগঞ্জ উপজেলা যুব ফোরামের আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ই অক্টোবর) বিকাল ২ঘটিকায় উপজেলার পাগলা শক্রমর্দন গ্রামে স্থানীয় ওয়ার্ড মেম্বার রঞ্জিত সুত্রধরের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা যুব ফোরাম যুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম রেদুয়ান -এর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ।
প্রধান অতিথি আবু সাঈদ বলেন, কিশোরীদের সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা সভার পরিবেশ তৈরি করে প্রান্তিক নারীদের সম্পৃক্তকরণে “জলবায়ু অভিঘাতজনিত দুর্যোগে নারীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সেবা, সুরক্ষা ও সক্ষমতা নিশ্চিতকরণ যুব সমাজ এগিয়ে আসার আহব্বান করে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়েদ আহমদ সবুজ, কমিউনিটি নেতা অনন্ত সুত্রধর, ঝুমকি মিশ্র,রুজিনা বেগম প্রমুখ।
বক্তরা আগামী দিনে নারীর অগ্রযাত্রার প্রতিবন্ধকতা, বাল্য বিয়ে, যৌতুক, ইভটিজিংসহ সকল অসঙ্গতি দূর করে সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহব্বান করেন।