সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট জয়পুরহাট শহরে নিহত শহীদ বিশালের পরিবারের পাশে জেলা মৎস্য অফিস। গতকাল সোমবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের সেলোমেশিন মিস্ত্রি দিনমজুর আব্দুল মজিদুল সরকারের বড়ছেলে শহীদ বিশালের বাড়িতে যান জেলা মৎস্য অফিসার মোঃ মাসুদ রানা। এসময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন। জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক শ্রী তারাপদ চৌহান, পাঁচবিবি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছাঃ মাহমুদা খাতুন পপি এসময় জেলা মৎস্য অফিসারের সঙ্গে ছিলেন। শহীদ বিশালের পরিবারের স্বচ্ছলতা আনতে তাদের পুকুরে ৪’শ পিস কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন মৎস্য অফিসার মাসুদ রানা। এসময় পোনা মাছগুলো লালন-পালনে খাদ্য দেওয়া হয়।