মিনহাজুল হক বাপ্পী রংপুর প্রতিনিধি
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউপি ‘র ফুলগাছে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় মাথাবিহীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বুধবার ( ৫ই মার্চ) মোগালহাট ইউনিয়নের বামন পাড়া ভিলেজে ভুট্টার ক্ষেতে লাশ পড়ে ছিল।
স্থানীয়রা বিশ্বাস করেন যে দেহটি অন্য অঞ্চলের হতে পারে। তবে ভুট্টার ক্ষেতের মালিক সফিকুল ইসলাম বলেছেন, “ভুট্টার জমিতে পানি দেওয়ার দরকার আছে কিনা তা আমি দেখতে গিয়েছি।” পরে আমি দেখলাম সেখানে একজন মহিলার দেহ পড়ে আছে। ভয় পেয়ে বাসায় এসে ৭ নং ওয়ার্ড মেম্বার আসাদুল হককে জানাই। পরে তিনিসহ আরো লোকজন সেখানে গিয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, জায়গাটি নির্জন এলাকা এবং চারপাশ ভূট্টা ক্ষেত রয়েছে, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। ভূট্টা ক্ষেতের মাঝখানে একটি মাথা বিহীন অজ্ঞাতনামা নারীর লাশ পাওয়া যায়। বয়স প্রায় ২৫-৩০ বছর, পরনে ছিল কালো বোরখা পড়া, গায়ে লাল রঙের জামা রয়েছে, সবুজ রঙের পায়জামা আছে সাথে ছিল স্কার্ফ, পায়ে রাজিয়া সুজ নামে একজোড়া জুতা আছে, লাশের পাশে আসামির এক জোড়া স্যান্ডেল ও একটি মানকি টুপি পাওয়া গেছে। তবে লাশ দেখে ধারনা করা হচ্ছে আজকে ভোরে অথবা সকালে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।
সদর থানার অফিসার -ইনচার্জ (ওসি) নূর নবী বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছিলেন যে ডিবি এবং পুলিশ ফৌজদারি তদন্ত বিভাগ (সিআইডি) এই হত্যার রহস্য উন্মোচন করতে এবং দেহের পরিচয় সনাক্ত করতে মাঠে কাজ করছে।
বিকেল ৫ টায় প্রতিবেদন লেখার আগ পর্যন্ত পুলিশ মহিলার দেহ সনাক্ত করতে পারেনি এবং লাশের মাথা কোথাও পাওয়া যায়নি।