মিনহাজুল হক বাপ্পী, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ
নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে প্রাথমিক দক্ষতা ও জ্ঞান প্রদানের লক্ষ্যে লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য খাদ্য নিরাপত্তা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার লালমনিরহাট শহরের মুনস্টার হলে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং বাংলাদেশ সেফ ফুড অথরিটি স্ট্রেংথেনিং দ্য ইন্সপেকশন, রেগুলেটরি অ্যান্ড কোঅর্ডিনেটিং প্রকল্প, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জাপান হাইজিন এবং স্বাস্থ্য পণ্য।
প্রশিক্ষণে শিশুদের জন্য নিরাপদ খাদ্য, করণীয় , প্রাথমিক স্বাস্থ্যবিধি এবং হাত ধোয়ার প্রাথমিক ধারণাগুলি অন্তর্ভুক্ত রয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের উপ-পরিচালক আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী, মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা, জাইকার প্রতিনিধি আসুকা ইয়াসুকা ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফজলুল হক।
এই দুই দিন টেনার হিসেবে প্রশিক্ষণ দেবেন শাহ আরাফাত রহমান, সাদিয়া শারমিন, মোঃ ইউনুস আলী।