মিনহাজুল হক বাপ্পী,রংপুর বিভাগীয় প্রতিনিধি:
লালমনিরহাটের পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম (এসপি) দায়িত্ব গ্রহণ করেছেন।
লালমনিরহাটের নতুন পুলিশ সুপার রোববার সার্কিট হাউসে এসে পৌঁছালে তাকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক, জেলা পুলিশ সুপার, লালমনিরহাট কর্তৃক উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে নতুন পুলিশ সুপারকে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল 'গার্ড অব অনার' প্রদান করে।
পরে বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জনাব পিপিএম নতুন পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলামকে অভিনন্দন জানান এবং নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মোঃ তরিকুল ইসলাম
নবনিযুক্ত পুলিশ সুপার, লালমনিরহাট জেলার সকল ইউনিট ইনচার্জদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) আরো উপস্থিত ছিলেন। জয়ন্ত কুমারসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও বাহিনী উপস্থিত ছিলেন।