মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও পর্যটন মালিক সমিতির যৌথ সহায়তায় লামায় পর্যটন বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। টেকসই পর্যটন শিল্প বিকাশ'কে সামনে রেখে দুই ব্যাচে ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদ হল রুমে রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টায়। ২০-২২ এপ্রিল ২০২৫ইং প্রথম ব্যাচে তিনদিন ব্যাপী ৭২'জন রিসোর্ট মালিকদের টেকসই আতিথেয়তা এবং পর্যটন শিল্প বিকাশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চলবে। এছাড়া ২৩ ও ২৪ এপ্রিল ২০২৫ইং দুইদিন ব্যাপী দ্বিতীয় ব্যাচে ৩৬টি রিসোর্ট স্টাফদের পর্যটকদের সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চলবে।
লামা উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালেহা বিনতে সিরাজ পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ), (যুগ্মসচিব) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মাজহারুল ইসলাম, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর প্রেসিডেন্ট রাফিউজ্জামান, পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) মো.মনিরুজ্জামান মাসুদ, ডিরেক্টর (জনসংযোগ) মো. ইউনুছ, ডিরেক্টর (আন্তর্জাতিক) মনছুর আলম পারভেজ,প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন, ডাঃ আনোয়ার হোসেন, মেসবাহুল আলম, সৈয়দ সাজ্জাদ হোসেন মাহমুদ, নাছির উদ্দীন বাদল সহ প্রমূখ।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ উদ্বোধন অনুষ্ঠানে বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে লামা অপরিমেয় সৌন্দর্য ছড়িয়ে রয়েছে এই এলাকায়। বাংলাদেশের অনন্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটন শিল্পের বিকাশে একটি অনন্য উপাদান। এই অনন্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগ করার জন্য দূর-দূরান্ত থেকে পর্যটকরা লামায় আশার হিড়িক পড়েছে। পর্যটকদের আকৃষ্ট করার জন্য আমাদের অনেক সুযোগ রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এমন দৃষ্টিনন্দন প্রাকৃতিক স্থান পার্বত্য কন্যা লামায় প্রচুর। তিনি দেশ বিদেশের সকল পর্যটকদের
স্বাগতম জানাই।
অতিথিরা অনুষ্ঠানে বলেন, পর্যটকদের কোন অন্যায়-বেআইনি ভাবে কোন পর্যটন হয়রানির স্বীকার না হয় সেই লক্ষ্যে লামা উপজেলা প্রশাসন রিসোর্ট এলাকায় tourist পুলিশ মোতায়ন করার জন্য সচেতন মহলের দাবি তোলে। রিসোর্ট মালিকদের ব্যবসায়ের মূল নীতি হতে হবে সেবাই। রিসোর্ট মালিকদের অনৈতিক ব্যবসা পরিহার করতে হবে। কটেজ ভাড়া দেওয়ার সময় পর্যটনদের সাথে যে-রকম সেবা দেওয়ার কথা বলে থাকেন সেই কথা সেভাবে যেনো সেবা দেওয়ার চেষ্টা করা উচিত। অন্যথায় ওই কথার ব্যর্থয় হলে পর্যটনদের মাঝে বিরূপ মন্তব্য সৃষ্টি হয় যার ফলে পর্যটনরা বিভিন্ন রকমের মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায়। যার কারণে অনেক পর্যটন আস্তে আস্তে লামা পর্যটন এলাকায় আসতে ভবিষ্যতে অনীহা প্রকাশ করবে তা যে সবসময় মনে রাখতে হবে।লামায় পর্যটন বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা ব্যবস্থা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন'কে ধন্যবাদ জানান।