ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের লামায় বর্ণাঢ্য আয়োজনে যুগান্তর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। একুশ শতকের সূচনালগ্নে দৈনিক যুগান্তরের যাত্রা শুরু। দ্বিতীয় যুগে পদার্পণের মধ্য দিয়ে অব্যাহত রয়েছে আমাদের সেই পথচলা। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে যুগান্তর আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) লামা প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তর লামা প্রতিনিধি মোঃ ইলিয়াস সানী'র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোস্তাফা জামাল। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফা জাবেদ কায়চার, বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, সরই ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোম্পানিসহ লামা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে যুগান্তর এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এ সময় বক্তারা দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, সত্যের সন্ধানে নির্ভীক- এ শ্লোগান নিয়ে পত্রিকাটি যাত্রা শুরু করে। আর আজ ২৪ বছরে এসে পত্রিকাটি সেই শ্লোগানের বাস্তবতা ধরে রেখেছে। এক কথায় পাঠক যেটি চায় যুগান্তর সেটি দিতে পেরেছে বলে আমরা বিশ্বাস করি। আশা করি সামনের দিকে সেটি বজায় থাকবে।
পরে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।