ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
তৃণমূল পর্যায়ে নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় নেতৃত্ব ব্যবস্থাপনা, এডভোকেসি, লবিং ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ এর চট্টগ্রাম অঞ্চলের এগ্রো ইকোলজি প্রকল্প-২ এর উদ্যোগে দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় (১৪ ফেব্রুয়ারী) মঙ্গলবার।
এতে প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরহাদ আজিম ও মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার। এ সময় মাঠ সহায়ক রিন্টু চাকমা, নিরতা তংচংগ্যা ও প্রিয়াংকা ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকল্পের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার রুপসীপাড়া ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫টি পাড়ার ২৫জন সদস্য অংশ গ্রহণ করেন। এ বিষয়ে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, পাড়া পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আরো ২০টি পাড়ার ১২৫ জনকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হবে।