শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

লামা’য় ইউপি পরিষদে ভিজিডি চাউল বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তর বাংলা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৬৫ Time View

 

ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামা’য় ফাইতং ইউনিয়ন পরিষদ ভিজিডি চাউল দুই বছর মেয়াদী চাউল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে (৬লা মার্চ) সোমবার দুপুর ১টা পরিষদ হল রুমে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ভিজিডি কার্ড, ২০২৩/২০২৪ সালে অর্থ বছরের মাসিক বরাদ্দ খাদ্য শস্য ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি সহযোগিতা পাওয়া ভিজিডি চাউল। প্রতি কার্ডে ৩০ কেজি করে, ৩৩৫ জন অসহায় মহিলাকে মাসিক চাউল বিতরণ করা হবে। কার্ডধারী মহিলারা হলেন ফাইতং ইউনিয়ন ১নং থেকে ৯ নং ওয়ার্ডে সুবিধাভোগী মহিলা’গণ।

বিতরণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মো.মোস্তফা জামাল, সভাপতিত্বে করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ওমর ফারুক, বিশেষ অতিথি লামা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্য মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), ইউপি সচিব বাবু কাজল কান্তি দাশ, প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন মেহেরাজ, ইউপি সদস্য মোহাম্মদ মানিক, ইউপি সদস্য সুইম্রাঅং মার্মা,মহিলা ইউপি সদস্য শাহেদা ইয়াসমিন শাহেদা ও সকল ইউপি সদস্য,গ্রামা পুলিশ, ভিজিডি চাউল নেওয়া মহিলাগণ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য বৃন্দরা।

নারী দুস্থ গোষ্ঠীর উন্নয়ন (ভিজিডি) সহায়তা কর্মসূচির প্রথম কিস্তির চাল নিতে আসা ফাতেমা বেগম (৩৩) বলেন, আমি এবার নতুন ‘খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী’ হয়েছি। আমি এই সরকারের প্রতি কৃতজ্ঞ। আমাকে সাহায্য করার জন্য মন থেকে দোয়া করি।

অতিথি মধ্যে জুবাইরুল ইসলাম (জুবাইর) বক্তব্য বলেন, এই ইউনিয়ন পরিষদে দুই বছর ভিজিডি সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করে সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কার্ডধারীদের মাঝে সঠিকভাবে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। হতদরিদ্র হিসেবে দীর্ঘদিন সরকারের ‘খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী নিয়মিত সঠিকভাবে বিতরণ করে আসছি।

এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে ফাইতং ইউনিয়ন চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। ভিজিডি কর্মসূচির আওতায় বছরে ১২ কিস্তিতে এই কার্ডধারীদের মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এই চলতি মাসের এই কার্ডের মাধ্যমে প্রথম কিস্তির চাল বিতরণ শুরু হয়েছে আজ। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, উপজেলা ৭টি ইউনিয়নে, অসহায় ও গরীব পরিবারগুলো মাসিক ভিজিবি চাউল কার্ড পেয়ে অনেক খুশি একজন অসহায় মহিলা পাবে প্রতি মাসে ৩০কেজি দুইবছর চাউল পাবে। ফাইতং ইউনিয়ন পরিষদের ভিজিডি সহায়তা দেওয়ার জন্য ৩৩৫ জনের একটি তালিকা করে উপজেলা পরিষদে জমা দেওয়া হয়। এই তালিকা মোতাবেক সংশ্লিষ্ট উপজেলা পরিষদ দুস্থ নারীকে ভিজিডি সহায়তা দেওয়ার জন্য তালিকাভুক্ত করেন। নারী ও শিশু বিষয়ক কার্যালয় সুবিধাভোগীদের ছবিসংবলিত কার্ড তৈরির জন্য অনুমোদিত তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ফেরত পাঠায়। দুই বছর শেষে আরো নতুন যারা হতদরিদ্র মহিলা রয়েছে তারা পারে। তাদের কথা বিবেচনা করে নতুন কার্ড করে দেওয়া হবে।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102