জান্নাতুল সাফি:-নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বড় বাজারে রমজানে দ্রব্য মূলের দাম ও মান নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান।
বৃহস্পতিবার (২৩/৩/২৩) বিকালে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।
এ সময় দোকানে মেয়াদোত্তীর্ণ ভোগ্যপণ্য থাকায় ও মূল্য তালিকা না থাকায় পৃথক ৪ টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা সহ বিক্রেতাদের উদ্দেশ্যে সর্তকতার নির্দেশ দিয়েছেন। এছাড়া মেয়াদোর্ত্তীন ভোগ্যপণ্য ধ্বংস করা হয়েছে।
মাহমুদা জাহান জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে কাজ করছেন তিনি ও পুরো রমজানে এ অভিযান অব্যহত থাকবে।