জুয়েল মাহমুদ উজ্জল, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
মঙ্গলবার (২ মে ২০২৩) নির্ধারিত সফরসূচি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ঢাকা থেকে সড়ক পথে পদ্মা সেতু হয়ে নিজ জন্মভূমি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা করেন।
তিনি দুপুর ২টায় কুষ্টিয়া সার্কিট হাউসে পৌঁছান। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সাথে কুশল বিনিময় করেন এবং ফুলেল শুভেচছা জানান। অত:পর পুলিশ সুপার মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিবকে কুষ্টিয়া জেলার আইন শৃঙ্খলা বিষয়ে ধারণা দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক কুষ্টিয়া, জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য প্রমুখ।