নিজস্ব প্রতিনিধিঃ
মসজিদ কেন্দ্রিক সমাজ উন্নয়ন শান্তি সংস্থা জুগিয়া কুষ্টিয়ার উদ্যোগে গত ২০ ও ২১শে ফেব্রুয়ারি দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল জুগিয়া শাহী মসজিদ পাড়া(বালুর মাঠ)অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনে প্রথম বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মোঃ রফিকুল ইসলাম নদভী,দ্বিতীয় বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, অন্ধ হাফেজ হযরত মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন সাহেব।মসজিদ কেন্দ্রীক সমাজ উন্নয়ন সংস্থার প্রথম দিনের তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবুল বাশার, সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার রাজন আলী।
দ্বিতীয় দিনের প্রথম বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মোঃ রফিকুল ইসলাম বিন ইয়াকুব,দ্বিতীয় বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মোঃ এম তাজুল ইসলাম নাটোরী সাহেব।দ্বিতীয় দিনের তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোঃ মাসুদ রানা,সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার শামীম আহমেদ।
মসজিদ কেন্দ্রিক সমাজ উন্নয়ন শান্তি সংস্থার তাফসিরুল কোরআন মাহফিলের সার্বিক দিকনির্দেশনা ও পরিচালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি হাফেজ মাওলানা মোঃ মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাজা আহমেদ। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদ কেন্দ্রিক সমাজ উন্নয়ন শান্তি সংস্থার সকল সদস্য ও এলাকাবাসী।
দীর্ঘদিন পরে জুগিয়া এলাকায় এই তাফসীরুল কুরআন মাহফিলে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মসজিদ ভিত্তিক কেন্দ্রীয় সমাজ উন্নয়ন শান্তি সংস্থার পক্ষ থেকে ২১ শে ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী করা হয়।