ফেব্রুয়ারির একুশ এলে
গর্বে ভরে বুক,
ভাষার জন্য জীবন দিয়ে
খুঁজে নিল সুখ।
ভাষার তরে এমন প্রেমের
দেখা পাবে কই?
আমরা হলেম বীরের জাতি
খুলে দেখো বই।
পাক হানাদার মুখের ভাষা
কেড়ে নিতে চায়,
রফিক শফিক বরকত ভাই
রক্ত ঢেলে দেয়।
হায়েনার দলে বাধ্য হলো
দাবি মেনে নিতে,
বুকের রক্ত ঢালতে হলো
ভাষা ফিরে পেতে।
আমার ভাইয়ের রক্ত দেয়া
গিয়েছে কি বৃথা ?
দেশের মানুষ ভুলেনি আজও
তাদের ত্যাগের কথা।
বিশ্ব বাসি দিয়েছে তাদের
যেটা পাবার ছিল,
ভাষা দিবস পালিত হচ্ছে
কম কি এটা বলো?
দাবি কীভাবে করব আদায়
তারা শিখিয়ে গেল,
তাদের দেখানো পথে চলে
স্বাধীনতা এলো।
ভুলিনি তাদের ভুলবনা কভু
তারা রবে হৃদ মাঝে,
তাদের থেকেই প্রেরণা পাই
মোদের প্রতি কাজে।