লামা প্রতিনিধিঃ
বান্দরবানের লামার পার্শবর্তী উপজেলা চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নে অবস্থিত 'ভরন্যারচর তা'লীমুল ইসলাম মাদরাসা হেফজখানা ও এতিমখানা'কর্তৃক আয়োজিত কিতাব বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরবানির মাসায়েল প্রতিযোগীতা আজ ২৪জুন-২৩ইং (শনিবার)শিক্ষা পরিচালক মাওলানা আকতার হোসাইনের সভাপতিত্বে মাদরাসা মসজিদে অনুষ্ঠিত হয়।।
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন,অত্র মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।
কুরবানি কি?কেন?কার উপর ওয়াজিব?কি ধরণের পশু লোরবানির জন্য নির্বাচন করবে এতদ্বসংক্রান্ত মাসায়েল নিয়ে অত্র মাদরাসার কিতাব বিভাগ জামাতে দাহুম এবং মুতাফাররকার শিক্ষার্থীদের মধ্য দুই দলে বিভক্ত হয়ে ২৪জন শিক্ষার্থী ডিবেটে অংশগ্রহণ করে।আলোচনার কিয়দাংশ তুলে ধরা হলো....
প্রশ্নকারী:সাজ্জাদ হোসাইন ফাহিম(মুতাফাররকা)
কোরবানি কাকে বলে?উত্তরদাতা কাউসার-শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসে,নির্দিষ্ট দিনে,নির্দিষ্ট সময়ে,নির্দিষ্ট পশুকে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে জবেহ করাকে কোরবানি বলে।কোরবানির দ্বারা বান্দাহ আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করে।
প্রশ্ন:-কোরবানি কার উপর ওয়াজিব?উত্তর:-প্রাপ্ত বয়স্ক,সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুকিম মুসলিম ও স্বাধীন নর-নারী, যে১০ যিলহজ্ব ফজর-১২যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেসাব(স্বর্ণের ক্ষেত্রে ৭.৫ ভরি, রুপার ক্ষেত্রে৫২.৫ভরি)পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা ওয়াজিব।
প্রশ্নঃ-কোরবানির পশুর জন্মগতভাবে কান না থাকলে কোরবানি সহিহ হবে কি না?
উত্তরঃ- কান ও লেজ: যে পশুর লেজ বা কোনো কান এক তৃতীয়াংশ বা এর চেয়ে বেশি কাটা কিম্বা জন্মসূত্রে কান নেই, সে পশুর প্ল্যাটফর্ম নাজায়েয। তবে যদি জন্মগতভাবে কান ও লেজ ছোট হয়, তাহলে কোন অসুবিধা নেই ।
প্রশ্ন:-কোরবানির পশুর শিং না থাকলে তা দ্বারা কি কোরবানি সহিহ হবে?
উত্তরঃ-যে পশুর শিং গোড়া থেকে ভেঙ্গে যায়, সে পশুর প্ল্যাটফর্ম সহিহ হবে না। তবে যদি শিং অর্ধেক বা কিছু ফেটে ও ভেঙ্গে যায়, বা একেবারে শিং না ওঠে সে পশু দিয়ে প্ল্যাটফর্ম করা জায়েয।
কোরবানির ফাজায়েল ও মাসায়েল নিয়ে অনুষ্ঠিত আলোচনায় মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মোসাদ্দেক,সহকারি শিক্ষক মাস্টার মাহফূজুল করিম সহ শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।