সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নিখোঁজ এরফানের মরদেহ ধরলা নদী থেকে উদ্ধার পাঁচবিবিতে ছাত্র নেতা শামীমকে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।। লামায় ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পাঁচবিবিতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি” আটক-২।। হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় মদসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। পাঁচবিবি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচন।। শায়েস্তাগঞ্জে মাঠ থেকে ষাটোর্ধ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার পাঁচবিবি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু হাসানের আকস্মিক মৃর্ত্যু,সর্বত্রই শোকের ছায়া।। জয়পুরহাটে গরীব অসহায়দের মাঝে গাভী বিতরণ।। হবিগঞ্জের চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রয়েল মিয়া (২৪) খুন হয়েছে।

বিশ্বনাথে ৭৫ হাজার টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না রাজা মিয়া

উত্তর বাংলা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৪২ Time View

 

মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথে এক হতদরিদ্র সিএনজি চালক রাজা মিয়া মাত্র ৭৫ হাজার টাকার অভাবে নিজের গলার ক্যান্সারের চিকিৎসা করতে পারছেন না ।

এ নিয়ে পরিবারের দুঃখের সীমা নেই। অথচ প্রবাসীরা ও স্থানীয় বিত্তবানরা একটু সহযোগিতা করলেই একটি পরিবারে ফিরে আসবে স্বস্তি।

জানা গেছে, সিলেট জেলার বালাগন্জ উপজেলার নিজ কুরুয়া গ্রামের মৃত মোঃ শুকুর আলীর পুত্র রাজা মিয়া। কোন রাজ্যের রাজা না হলেও বাবা-মা বড় আদর করে তাদের পুত্রধনের নাম রেখেছিলেন ‘রাজা’। সেই রাজা আজ চিকিৎসার অভাবে মরতে বসেছেন।

রাজা মিয়া দীর্ঘদিন ধরে বিশ্বনাথ থানার সম্মুখের অবস্থিত সিএনজি ষ্টেন্ডে ভাড়ায় এনে সিএনজি চালিয়ে আসছিলেন। মাস চারেক আগে হঠাৎ তার গলায় ব্যাথা ও বাহিরের অংশে ইনফেকশন শুরু হলে তিনি তখন চিকিৎসকের শরণাপন্ন হন।

ডাক্তার তখন তাকে ঔষধপত্র দিলে তা তিনি সেবন করেন। কিন্তু সপ্তাহ তিনেক পরও কোন উন্নতি না হওয়ায়, তখন তিনি অন্য বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানান যে রাজা মিয়ার গলায় ক্যান্সার হয়েছে।

একমাত্র দুই শতকের এক বসতভিঠা ছাড়া সহায় সম্ভলহীন এলাকার মানুষের ও তার সহকর্মী চালকদের আর্থিক সহযোগিতায় চিকিৎসার কাজ শুরু করেন। উক্ত চিকিৎসায় কিছুটা নিরাময় হলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখনও তাকে আরো ৩টি ক্যামোথেরাপী দিতে হবে।

আর তাতে রোগটি জটিল আকার ধারণ করার আগে সময়মত চিকিৎসা হলে হয়ত সেরেও যেতে পারে। ৩টি ক্যামোথেরাপী ও আনুসাঙ্গিক নূন্যতম ব্যয় হবে ৭৫ হাজার টাকা। কিন্তু তিন সন্তানের জনক অসহায় রাজা মিয়া জানেন না এ অর্থ আসবে কোথা থেকে।

এর জন্য তার সহকর্মীদের সাথে নিয়ে এক দুপুরে এসেছিলেন এই প্রতিবেদকের কাছে। তাদের বিশ্বাস সাংবাদিকরা তার এই মানবিক আবেদনের কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলে সিলেট অঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলের হৃদয়বানরা এগিয়ে আসবেন।

প্রতিবেদনটি তৈরী করতে একদিন রাজা মিয়ার বাড়ীতে যাই। তখন তার স্ত্রী ও ছেলে-মেয়েদের সাথে তার ও পরিবারের অবস্থা সম্পর্কে অনেক আলাপচারিতা হয় ও এই প্রতিবেদনের জন্য কিছু ছবিও তুলি।

তখন রাজা মিয়ার সন্তানরা বাবার চিকিৎসার জন্য অশ্রুসিক্ত নয়নে যে আকুতি জানিয়েছে তা যে কারও হৃদয় ছুয়ে যাবে। কোরবানীর এই মাসে সবাই যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন আর দয়াময় আল্লাহ তায়ালার একান্ত ইচ্ছে হয় তাহলে হয়ত একটি পরিবার বেঁচে থাকার নতুন এক গল্প শুরু হবে।

রাজা মিয়াকে সাহায্য পাঠাতে এই একাউন্ট ( রূপালী ব্যাংক লিমিটেড, কুরুয়া বাজার শাখা,সিলেট। RAJA MIAH Account number:- 2162010004399) যোগাযোগের নম্বর 01758 424809

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102