জুয়েল মাহমুদ উজ্জল, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন শাহাপুর গ্রামের আলমগীর হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এ অধ্যয়নরত
গত ২০/১১/২২ তারিখ অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে আলমগীর হোসেনকে ফোন করে বিভিন্ন কথাবার্তা বলে ওটিপি নেয়। পরক্ষণেই সে দেখতে পান তার মোবাইলের বিকাশে থাকা ১৯,১৮০/- টাকা নাই
তিনি অত্যান্ত গরীব মানুষ হওয়ায় মানষিক ভাবে ভেঙ্গে পড়েন। উপায় না পেয়ে পুলিশের প্রতি আস্থা রেখে ইবি থানায় একটি জিডি দায়ের করেন।
কুষ্টিয়ার সুযোগ্য ও মানবিক পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে
আননূর যায়েদ, অফিসার ইনচার্জ ইবি থানার নেতৃত্বে
সুদুর কক্সবাজার হইতে প্রতারনায় হারিয়ে যাওয়া টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিক আলমগীর হোসেন এর নিকট ফিরিয়ে দেন ইবি থানা পুলিশ
টাকা ফেরত পেয়ে আলমঙ্গীর খুব খুশি ও আনন্দি তিনি জানান বাংলাদেশ পুলিশের প্রতি আমার বিরুপ ধারনা ছিল, তা আজ দেখি আমার ধারনাকেই বদলে দিল ।
পুলিশ টাকা উদ্ধারের পর ফোন করে ডেকে নিয়ে টাকা বুঝিয়ে দেয়। তিনি দোয়া করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ পুলিশ বাহিনীকে ও কুষ্টিয়া জেলা পুলিশকে।