মোছাঃ নিছপা আক্তার হবিগঞ্জ জেলা প্রতিনিধ
গত ফ্যাসিবাদী সরকারের আমলে বাহুবলের মিরপুর আলিফ সোবহান চৌধুরী ডিগ্রি কলেজ ও ৩নং সাতকাপন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন,কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব:সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন;সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বাহুবল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল বাসেত মুক্তার। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-সাইফুল ইসলাম সাইফ ছাত্রদলের একজন নিবেদিত কর্মী ছিল। দলীয় কাজে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে হবিগঞ্জে ছাত্রদলের ওই নেতাকে পরিকল্পিতভাবে সাবেক ফ্যাসিবাদী সরকারের নেতাকর্মী হত্যা করে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দলের জন্য কাজের প্রশংসা করেন এবং আত্মার মাগফেরাত কামনা করে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। জানা যায়,সে বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে। গত বছরের ২ মার্চ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের করাঙ্গী নদীর হুরুমোড়া হাওরের গাতাবের এলাকা থেকে ওই নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার তিনদিন আগে সাইফুল ইসলাম বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোনটিও বন্ধ ছিল।