হুমায়ূন আহমেদ
স্টাফ রিপোর্টার, আদমদীঘি বগুড়া।
কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে বগুড়ার আদমদীঘির সান্তাহার শখের পল্লী বিনোদন কেন্দ্রে ‘বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলা’র আয়োজন করা হয়েছে। শুভসংঘের আদমদীঘি উপজেলা কমিটির সার্বিক সহযোগিতায় বগুড়া জেলা কমিটি শুক্রবার দিনভর ওই বিনোদন কেন্দ্র বাঁশের কেল্লা নামক পিকনিক স্পটে নানা আয়োজন করে। এ মিলন মেলায় অংশগ্রহণ করেন শুভসংঘের জেলা শাখা, শেরপুর, আদমদীঘি ও সারিয়াকান্দিসহ বিভিন্ন উপজেলার শুভার্থী এবং শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা। কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে ‘র্যাফেল ড্র’তে শেষ হয় অনুষ্ঠানটি। আজ ১৮/০২/২০২৩ইং তারিখ শনিবার বেলা ১১টায় শুভসংঘের আদমদীঘি উপজেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবীব তুহিনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালের কণ্ঠ শুভসংঘের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু রেজা খান, শুভসংঘের আদমদীঘি কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান, কালের কণ্ঠ’র আদমদীঘি প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু ও শেরপুরের আইয়ুব আলী প্রমূখ।
আলোচনা শেষে মধ্যাহ্নভোজ, গুণীজন সম্মাননা, ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।