মাহফূজুল করিম,লামা প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। মঙ্গলবার (২৮শে জানুয়ারি) বিকেলে ইউনিয়নের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহফূজুল করিম, মিজানুর রহমান ও হাবিবের নেতৃত্বে পথচারি ও দোকানে দোকানে লিফলেট বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,মাহফূজুল করিম পারভেজ,রবিউল হাসান, নাঈম সহ আরো অনেকেই।
বিতরণকৃত লিফলেটে জুলাই অভ্যুত্থানে শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি প্রদান, অভ্যুত্থানে আওয়ামী খুনী ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার, ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃত্ব পরিস্কার উল্লেখ থাকতে হবে, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ধারাবাহিকতা পরিস্কার করতে হবে, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার, নতুন রাজনৈতিক দল বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি, জুলাই অভ্যুত্থান আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা লক্ষ্য ছিল না, বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলুপ্তি করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। উল্লেখিত ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
উল্লেখ্য, গত ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারকে উৎখাত করেছে। স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্রথম কুখ্যাতি অর্জন করেন। গত ০৩ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারে লাখো জনতার উপস্থিতিতে এক দফা ঘোষণা করা হয়। সেই ঘোষণার আলোকে খুনি হাসিনার পতনের পাশাপাশি ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্তি হয়।
মাহফূজুল করিম
লামা
০১৮৩৩২৮৩২৯৬