প্রেমে বাধা দেওয়ায় যুবকের বিষপানে আত্মহত্যার চেষ্টা
মাহফূজুল করিম(লামা,বান্দরবান)
আজ ২৯শে জানুয়ারী-২৩ইং(মঙ্গলবার)
প্রেমে বাধা দেওয়ায় বান্দরবানের লামা উপজেলার পার্শবর্তী চকরিয়ার বিলছড়ি ইউনিয়নের পুকুরিয়াখোলা গ্রামে হোসেন(১৯)নামে এক যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।তার পিতা মৃত আবুল বশর ও 'মা'ছেমন আরা।
দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন,বিষপানে আত্মহত্যা করতে যাওয়া রোগীটি অনেকটাই আশংকামুক্ত।তবে,আরো কয়েকদিন চিকিৎসকের তত্বাবধানে থাকতে হবে।
ছেমন আরা(যুবকের মা)বলেন,অচেনা নাম্বারে এক মেয়ের সাথে দীর্ঘদিন ধরে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।দিনরাত মোবাইলে অযথা টাকা খরচ করে,তাই ছেলেকে প্রেমের সম্পর্ক থেকে বিরত থাকতে বকাঝকা করি ও গালমন্দ করি।
তিনি আর ও জানান,গত রবিবার ২৭জানুয়ারী সন্ধ্যায় আমি তামাক ক্ষেতের কাজ শেষে বাড়ি ফিরে দেখি ছেলে বিষপান করছে।দ্রুত লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে ভর্তি দেয়।এখন আগের চাইতে কিছুটা সুস্থ।
তিনি বলেন,প্রায় ১৫বছর পূর্বে স্বামী আবুল বশর মারা যায়।তখন থেকে ক্ষেতে কাজ করে কোন রকম সংসার চালাই।এরই মধ্যে ছেলে রাগ করে আত্মহত্যার করতে বিষপান করে।আমার দূঃখের যেন শেষ নেই।
খোঁজ নিয়ে জানা যায়,লামায় কয়েকদিনের ব্যবধানে ৪জন বিষপানের রোগী লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।তারমধ্যে রয়েছে ৩জন মেয়ে ও ১জন ছেলে।