সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। শুক্রবার ভোর রাতে পত্নীতলা,১৪ ব্যাটালিয়নের অধীনে কড়িয়া বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উপজেলার পশ্চিম কড়িয়া সীমান্তের ২০’গজ দেশের অভ্যন্তরে ২৭৭/৩১ পিলার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৯০’হাজার টাকা বলে জানান বিজিবি। পত্নীতলা,১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শুক্রবার ভোররাতে ঘন কুয়াশার মধ্যে চোরাকারবারীরা ভারত থেকে অবৈধভাবে ফেনসিডিলগুলো দেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি বুঝতে পেয়ে মাদকগুলো ফেলে তারা পালিয়ে যায়। পরে পরিতক্ত ফেনসিডিল গুলো বিজিবি সদস্যরা উদ্ধার করে।