সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
আজ সকাল ৭:৩০ পাঁচবিবি প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক আবু হাসান হটাৎ অসুস্থ হলে প্রথমে জয়পুরহাট হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়,ডাক্তারগন পরিক্ষানিরিক্ষা শেষে , চিকিৎসায় দেখা যায় তিনি সুঙ্গাহীন, স্ট্রোক করেছেন।চিকিৎসা চলাকালীন জীবন মৃর্ত্যুর লড়ায়ে হেরে গিয়ে আজ সকাল ৭:৩০ সকল মহলকে কাঁদিয়ে না ফিরার দেশে চলে যান।
সে গ্রেজুয়েশন সহ এল এল বি পাশ করে সাংবাদিকতা পেশা বেছে নেন। দৈনিক সংগ্রাম,সাতমাথা পত্রিকার সাথে জরিত ছিল।প্রেসক্লাবের উন্নয়ন সহ এলাকার অনেক জনহিতকর কাজ করে গেছেন।
মৃর্ত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর,১ ছেলে ১ মেয়ে স্ত্রী ও মা' সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
তার দুই যায়গায় জানাজা নামাজ অন্তে পাটাবুকাস্থ নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,এলাকার সর্বস্তরের মানুষ,আত্মীয়সজন ব্যাবসাহী মহল উপস্থিত ছিলেন।
তাঁর পরিবার এর পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।