অবস্থা আশংকাজনক, সকলের কাছে দোয়া কামনা।
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
আজ সকালে সংবাদ সংগ্রহে পাঁচবিবির আওলাই - মোহাম্মদপুর এলাকায় গেলে দুপুরের দিকে পাঁচবিবি প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক আবু হাসান হটাৎ অস্বস্তিবোধ করেন,সাথী ভাইয়েরা তাৎক্ষনিক স্থানীয় ডাক্তারের প্রাথমিক চিকিৎসা দিলে অবস্থার অবনতি হলে জয়পুরহাট জেলা হাসপাতালে নিয়ে যান,ডাক্তারগণ পরীক্ষানিরিক্ষা শেষে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
বগুড়ায় চিকিৎসায় দেখা যায় তিনি সুঙ্গাহীন, স্ট্রোক করেছেন অবস্থা আশংকাজনক।এখন পর্যন্ত পরীক্ষা চলমান, কি ধরনের স্ট্রোক কিছুই অনুমান করা সম্ভব হয়নি।
তাঁর পরিবার এর পক্ষ থেকে সকলের দোয়া কামনা করেছেন।
পাঁচবিবি প্রেসক্লাবের সকল সদস্য,সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যাবসায়ি সমিতি, তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন।