সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ হত্যা মামলার পলাতক আসামী জয়নাল আবেদীনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত হত্যা মামলার প্রধান আসামি জয়নাল আবেদীনের বিরুদ্ধে থানায় মামলা হওয়ার পর থেকে সে পলাতক ছিলেন। এই মামলার অন্য আসামি জয়নালের আপন ২’ভাই আয়নাল ইসলাম ও আল আমিন এবং মা জহুরা বেগম সহ মোট ৪’জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের হওয়ার পর থেকে সবাই পলাতক ছিলেন। ইতিপূর্বে মা সহ অপর ২’ভাইকে পলাতক অবস্থায় বগুড়া থেকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, একই এলাকার সাইদুল ইসলামের সাথে জমি জমা নিয়ে বিরোধ ছিল আসামিদের মধ্যে। চলতি বছরের ২৯ জানুয়ারি জমির আইল দেওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে জয়নালের লাঠির আঘাতে সাইদুলের মাথা ফেটে গুরতর আহত হন। সাইদুলকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারার যায়। পরেরদিন ৩০ জানুয়ারি আয়শা সিদ্দিকা পাঁচবিবি থানায় বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম বলেন, থানায় একটি হত্যা মামলা দায়ের হওয়ার পর থেকে আসামি আয়নাল পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকটিয়া এলাকার রিক্সার গ্যারেজ থেকে আয়নালকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।