সাখাওয়াত হোসেন, পাঁচবিবি প্রতিনিধিঃ
আগামীকাল ১৯ এপ্রিল শনিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে প্রার্থীরা নিজ নিজ প্যানেলকে বিজয়ী করতে উপজেলার প্রত্যন্তঞ্চলের নির্মাণ শ্রমিকদের নিকট ভোট প্রার্থনা করে প্রচার প্রচারণা শেষ করেছেন।
সংগঠনটির সাংগাঠনিক ১৭ টি পদের মধ্যে ৫টি পদে দুটি প্যালেলে ১১ হন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। একটি মোস্তাক-জালাল পরিষদ,অন্যটি বর্তমান সভাপতি ছায়েম,সাধারণ সম্পাদক লাবু পরিষদ।
তারা হলেন সভাপতি পদে মোঃ ছায়েম উদ্দিন সরদার (গোলাপ ফুল) ও মো:মোস্তাফিজুর রহমান (হতুরী), সাধারণ সম্পাদক পদে মো:লাবু সরদার (আনারস), মোঃ জালাল উদ্দিন (চাকা), সাংগঠনিক সম্পাদক পদে আঃ সালাম বিশু(দেয়ালঘড়ি), হারুনুর রশিদ হারুন(চেয়ার), মশিউর রহমান বাবু (বাইসাইকেল), কোষাধ্যক্ষ পদে মোঃ আঃ আলিম (মাছ), মো: সাদেকুল ইসলাম (বালতি),
দপ্তর সম্পাদক পদে মোঃ সাজ্জাদুল ইসলাম মন্টু (আপেল), ও মোঃ দেলোয়ার হোসেন দেলদার (মিক্সার মেশিন) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
অপরদিকে সহ- সভাপতি পদে ২ জন,সহ-সাধারন সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১ জন, ধর্ম ও সমাজ কল্যান সম্পাদক পদে ১জন, প্রচার সম্পাদক পদে ১জন এবং কার্যনির্বাহী সদ্স্য পদে ৫ জন সহ মোট ১২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আগামিকাল ১৯ এপ্রিল শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালট পেপারে মাধমে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সেখানে ১হাজার ৩৮৭জন শ্রমিক নেতা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রদান করবেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার ও পাঁচবিবি বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তাইজুল ইসলাম বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণের জন্য সার্বিক প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে।