আব্দুল কাইয়ুম, জয়পুরহাট:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ শিক্ষাবর্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন আবুল বাশার। তিনি পাঁচবিবি পৌর শহরের বটতলী লতিহাটি জয়পুরহাট-হিলি পাকারাস্তার পাশে অবস্থিত দারুল ইসলাহ একাডেমীর প্রধান শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার অন্য প্রতিষ্ঠানের তুলনায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাপণী পরীক্ষার ফলাফল বরাবরই ভালো। তাঁর কর্ম দক্ষতায় দিন দিন প্রতিষ্ঠানটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সবার মাঝে পরিচিতি লাভ করেছে। এরই ফলশ্রুতিতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ উদযাপন কমিটির শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে (স্কুল, কলেজ ও মাদ্রাসা) ৩’জনকে প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করে থাকেন। জাতীয় শিক্ষা কমিটি পাঁচবিবি উপজেলায় দারুল এহসান একাডেমীর প্রধান শিক্ষক আবুল বাশারকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করেছেন। আবুল বাশার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেও অধ্যক্ষ আজহারুল ইসলাম বাঁশখুর ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও অধ্যক্ষ মোঃ শাহজাহান আলী শিরট্রি মহাবিদ্যালয় থেকে প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।