সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮টি শহীদ পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার পক্ষে এসব শহীদ পরিবারের মাঝে আসন্ন পবিত্র মাহে রমজানের সেহেরি ও ইফতার সামগ্রী ক্রয়ের জন্য প্রতিটি পরিবারের মাঝে নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সংগ্রামী আমীর মজলুম জননেতা ডাঃ ফজলুর রহমান সাঈদ প্রধান অতিথি হিসেবে শহীদ পরিবারের হাতে এসব অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মজলিসে শুরার অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার), সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান ও পৌর আমীর মোঃ আবুল বাশার সহ স্থানীয় নেতৃবৃন্দ।