আব্দুল কাইয়ুম, জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা আছিরিয়া দাখিল মাদ্রাসার সুপারেনেটেডেন্ট (সুপার) মাওঃ আনোয়ার হোসেন বুধবার ১৮ সেপ্টেম্বর ভোরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না-লিল্লাহ....রাজেউন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মরহুমের স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তার নিজ বাসভবনের পার্শ্বে ঘোড়াপা শাহ-সূফী এতিমখানা মাদ্রাসা মাঠে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, বাগজানা ইউপি চেয়ারম্যান ও বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক, উপজেলা জামাত আমীর ডাঃ সুজাউল করিম, মাদ্রাসার সহ সুপার মাওঃ আব্দুল মোমিন, শিরট্টি মোস্তাফাবিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল বারী সরদার, মরহুমের একমাত্র পুত্র নাফিজুল ইসলাম, ভাই সানোয়ার হোসেন, তার মাদ্রাসার শিক্ষক উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম মাষ্টার, ইউনিয়ন জামায়াতের আমীর তৌফিকুল ইসলাম, আখতারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আব্দুল ওয়াদুদ বীন শরিফ। মরহুমের জানাযা নামাজে ইমামতি করেন মাওঃ মাসুম বিল্লাহ্। জানাযা নামাজে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সহকর্মী, সহপাঠী সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তাগণ বলেন, মাওঃ আনোয়ার সাহেব একজন অত্যন্ত নম্র, ভদ্র ও অমায়িক, সদালাপী এবং সাদামনের মানুষ ছিলেন। তিনি সীমান্ত এলাকায় বাগজানা দাখিল মাদ্রাসাকে একটি মানসম্মত মাদ্রাসা হিসেবে উন্নত করার জন্য নিবেদিত হিসেবে কাজ করেছেন। তিনি তাঁর সহকর্মীদের প্রতি সবসময় আন্তরিক ও বিনয়ীভাব পোষন করতেন। একইভাবে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথেও তিনি সদালাপী ও বিনয়ী ছিলেন। সে কারণেই তাঁর মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।