সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
আজ ৯ এপ্রিল ভোরে পাঁচবিবির বাগজানা গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাহিলি গার্লস হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম খবির উদ্দিন মন্ডল বিএসসি,না ফিরার দেশে চলে গেলেন।মৃর্ত্যু কালে তিনি তাঁর ৩ ছেলে,2 মেয়ে ১ স্ত্রী সহ অসংখ্য ছাত্র/ ছাত্রী,ও গুনগ্রাহী রেখে গেছেন, তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর।
তিনি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিনা পয়সায় টিউশনি করাতেন,এবং ঝরে পরা ছাত্রদের নিজ অর্থে শিক্ষার ব্যয়ভার বহন করতেন, তাই সবার কাছে একজন প্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন।এ ছাড়া তিনি অবসর জীবনে ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি হয়ে স্বচ্ছ বিচার ব্যবস্থা চালু করে অসহায়দের খুব কাছে চলে আসেন, তাঁর নামাজে জানাজা আজ বাদ আছর বাগজানা হাইস্কুল ময়দানে হবার পর পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।